যশোরে গাঁজা সেবনের সময় চুরি করতে গিয়ে ধরা পড়ল যুবক

0
81

যশোর অফিস : যশোর সদর উপজেলার আদর্শপাড়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন এক যুবক। ধৃতের নাম সালাউদ্দিন। সে নড়াইল জেলার করিমপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার পর থেকে সালাউদ্দিনকে আদর্শপাড়া এলাকায় ঘুরতে দেখা যায়। এলাকার কয়েকজন যুবক তাকে সন্দেহজনকভাবে নজরে রাখে। রাত ২টার দিকে স্থানীয় চঞ্চল নামের এক বাসিন্দার বাড়ির জানালা খোলা দেখতে পেয়ে সালাউদ্দিন মোবাইল ফোন চুরির চেষ্টা করে। চঞ্চল বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে ধরে ফেলেন।
ধৃত সালাউদ্দিন জিজ্ঞাসাবাদে জানায়“আমি গাঁজা খেতে এসেছিলাম,পরে জানালা খোলা দেখলে মোবাইলটা চোখে পড়ে তাই নিতে গিয়েছিলাম।” এছাড়া তিনি বলে, “মনিহারে সিনেমা দেখতে এসেছিলাম।স্থানীয়রা জানিয়েছেন, সালাউদ্দিন ও তার বাবা পেশায় ঘর মেরামতের কাজ করেন টিন ও খড়ের চাল বসানোর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেন।
পরবর্তীতে সকালে এলাকাবাসী বিষয়টি চানপাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। পুলিশ এসে সালাউদ্দিনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here