যশোরে বিশ্ব মান দিবসের আলোচনা সভায় ডিসি

0
90

যশোর অফিস : যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, বাঙ্গালি জাতি সব সময়ই অসুস্থ জাতি হিসেবে পরিচয় দিয়ে আসছে। চিন্তা ও চেতনার মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা বিদ্যমান। যার জন্য সমাজের উন্নয়নে তাকে মন্থর গতি। ঠিক তেমনিই ভাবে শিশু খাদ্য তেকে শুরু করে সব ধরনের পণ্যের মধ্যে ভেজালের সমাহারে পরিণত। ব্যবসায়ীরা শুধু চান লাভ কার কি ক্ষতি হচ্ছে এগুলো তাদের লক্ষ্য করার সময় কম।
তিনি বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই যশোরের উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী আসলাম শেখ।
বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো: মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম রেজা, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।
আরো অংশ নেন বিএসটিআই যশোর অফিসের সহকারী পরিচালক (মেট্রোলজি) মিথুন দাস, সহকারী পরিচালক (সিএম) আব্দুল মতিন।
এ আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের মুয়াজিন ক্কারী মোঃ রফিকুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন বিএসটিআই যশোর অফিসের সহকারী পরিচালক (মেট্রোলজি) মিথুন দাস।
এতে স্বাগত বক্তৃতা করেন বিএসটিআই যশোরের উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী আসলাম শেখ।
উন্মক্ত আলোচনায় অংশ নেন আশরাফুল ইসলাম লিটন, কাজী জিহাদ উল্লাহ, বাবুল আক্তার। সঞ্চালনায় ছিলেন বিএসটিআই যশোর অফিসের পরিদর্শক (মেট্রোলজি) রাকিব ইসলাম। আলোচনা সভায় বিএসটিআই এর একটি ন্যাশনাল ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
এছাড়াও আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে দিবসটি উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ফেস্টুন ও ব্যানার টানানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here