নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট
সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয়
কমিটির সভায় অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
বলেন পৌর এলাকার যেখানে সেখানে ময়লা ফেলা না হয়
এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে।
মেইন রাস্তার ধারে গাছ লাগিয়ে রাস্তা সংকীর্ণ করা
যাবে না। ভবদহ এলাকায় ঘেরের কারনে এখনো জলাবদ্ধতা
রয়েছে। তাই নীতিমালা না মেনে যারা ঘের করেছে,
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, এখন ডেঙ্গু
আরো বেড়েছে। জেলায় ৭৯৫ ডেঙ্গু রোগী সনাঙ্গ
হয়েছে। উপজেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে
৪৫ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে
মশক নিধন অভিযান শুরু করতে হবে। টিকা নিয়েও গুজব
চলছে। টিকা দেয়ায় কোন সমষ্যা ঞয়নি। জন্ম নিবন্ধন
ছাড়াও টিকা দেয়া যাচ্ছে।
পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, কুকুরে উপদ্রোব
থেকে পৌরবাসীদের রক্ষা করতে কুকুরের শরীরে ভ্যাকসিন ও
গায়ে রং করে দেয়ার কার্যক্রম শীঘ্যই শুরু করা হবে। শহরের
পয়েন্টে সার্চ লাইট স্থাপন করে উদ্বোধন করা হবে।
পৌর এলাকার ছোট ছোট রাস্তা সংস্কারের কাজও শুরু
করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম
কিবরিয়া বলেন, নীলগঞ্জ তাতীপাড়ার রাস্তা সংস্কার করতে
অনেক সময় লাগভে। রাস্তার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে
হবে। সেখানে সভা করে পাস হওয়ার পর কাজ শুরু হবে।
শহরের রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে। পালবাড়ী-
মনিহার রাস্তার টেন্ডার হয়েছে। মন্ত্রণালয় থেকে
অনুমতি দিলে ঠিকাদার নিয়োগ করা হবে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদহাসান টুকুন
বলেন, মশা বেড়েছে। মশার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে
উঠেছে। মশক নিধন জরুরী।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ
কুমার ব্যানার্জী বলেন বিভিন্ন উপজেলায় খালের পানি
কমলে খনন কাজ শুরু করা হবে। ভবদহ এলাকায় ঘেরের পানি
সরাতে পারলে সেখানে বোরো ধানের আবাদ করা যাবে।
ভৈরবের শহর অংশে পুনঃখনন করার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল
বাশার, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের
তত্ত্বাবধায়কের প্রতিনিধি ডাক্তার হিমাদ্রী শেখর,
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ
মাহাবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল
হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন
আক্তার, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ
হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল
আলম
Home
যশোর স্পেশাল জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির...















