কয়রা (খুলনা) প্রতিনিধি,খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাদিউজ্জামান রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। 6 সেপ্টেম্বর রোববার আসামিপক্ষ কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করেন। আসামিরা হলেন সুইট সানা (37) শাহিনুর রহমান (35) ও লাটুম সানা (35)।
প্রসঙ্গত চলতি বছরের 1 মার্চ প্রতিপক্ষরা রাসেলকে বেধড়ক মারপিট করে আহত করে, তাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে 2 মার্চ সে মারা যায়। 3 মার্চ রাসেলের পিতা আব্দুস সাত্তার সানা বাদী হয়ে 20 জনকে আসামী করে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করে। এর আগে গত 1মার্চ মামলার 1 নং আসামি মিলন সানা ও 3 নং আসামি তুহিন সানাকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে। তার দুইদিন পর মামলার অপর আসামি জলিল সানা পুলিশের হাতে ধৃত হয়। ইতোমধ্যে থানা পুলিশ উক্ত মামলায় 11 জনকে অব্যাহতি ও 9 জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। পুলিশের প্রতিবেদন এর বিপক্ষে বাদীপক্ষ বিজ্ঞ আদালতে নারাজি প্রদান করেছেন।#















