যশোরে ট্রাক রেলক্রসিংএ ট্রাক দুর্ঘটনায় চালক আহত

0
103

স্টাফ রিপোর্টার : যশোরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উঠে দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় ট্রাক চালক সোহাগ হোসেন (৩২)।
মঙ্গলবার (২১অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে যশোর শহরতলী আরবপুর ধর্মতলা রেলক্রসিং এ ঘটনা ঘটে।
আহত ট্রাক চালক সোহাগ হোসেন ঝিনাইদাহ কাঞ্চনপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
আহত সোহাগ হোসেন জানান, কুষ্টিয়া থেকে বালু নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে মঙ্গলবার ভোরে সাড়ে তিনটার দিকে বালুভক্তি ট্রাক ( ঢাকা মেট্রো ট-২২-০৭৩৬) ধর্মতলা এলাকায় রেলক্রসিং সিগনালে অপেক্ষা করছিলেন। এসময় একই এলাকার আশরাফ হোসেনের ছেলে আসিফ ও আব্দুর রহিমের ছেলে হাসান দু’জন আমার (ট্রাকচালকের) ওপর হামলার চেষ্টা চালায়। তখন জীবন রক্ষায় আতঙ্কিত হশে গাড়ি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালক সোহাগ হোসেন আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যান। পরে স্থানীয় লোকজনে সহযোগিতায় আহত সোহাগ হোসেনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ডাক্তার শাকিরুল ইসলাম জানান, আহত ডান পায়ের গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থান আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়েছিল। আহতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত দুজনকে আটকের জন্য অভিযান চলছে।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here