চৌগাছায় ভূয়া ডাক্তারের চেম্বারে ইনজেকশন আতঙ্ক: ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

0
65

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।
অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার মরহুম আবু বক্কর বিশ্বাসের ছেলে আব্দুল আলীম (৫০)। তিনি চৌগাছা-যশোর রোডের পাওয়ার হাউস মোড়ের উত্তর পাশে ছালেহা মার্কেটের নিচতলায় অবস্থিত ‘আদর্শ মেডিকেল হল’-এ কথিত চিকিৎসক হিসেবে চেম্বার পরিচালনা করছিলেন।
ভুক্তভোগীরা জানান, গত ১৫ ও ১৬ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামের হকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাটু ও তাঁর স্ত্রী রওশন আরা জ্বর ও শরীরব্যথার কারণে আব্দুল আলীমের কাছে চিকিৎসা নিতে যান। পরবর্তীতে তিনদিনে গিয়াস উদ্দিনকে মোট ১৭টি এবং তাঁর স্ত্রীকে ৬টি ইনজেকশন দেন নিজেকে ডাক্তার পরিচয় দেওয়া এই আব্দুল আলীম। ভুক্তভোগী দম্পতি জানান, ইনজেকশন নেওয়ার পর তাদের শরীরে জ্বালাপোড়া ও অবস ভাব দেখা দেয়। একইভাবে চৌগাছা সদর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ঝর্ণা বেগমও জানান, তাঁকে মোট ৯টি ইনজেকশন দেন আলীম, যার ফলে তিনি অসুস্থ হয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন নিজেকে সহকারী ই.এন.টি. ফিজিশিয়ান মেডিকেল প্র্যাকটিশনার পরিচয়ে রোগী দেখছিলেন এবং প্রেসক্রিপশন দিচ্ছিলেন। অথচ তাঁর কাছে চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদিত কোনো নিবন্ধন নেই।
আরও জানা যায়, তিনি প্রায় ৬-৭ মাস ধরে এই চেম্বারে চিকিৎসাসেবা দিয়ে আসছেন এবং একই সঙ্গে যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার গফুরের মোড়ে অবস্থিত ‘মেসার্স আলীম ফার্মেসি’তে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখতেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন। এ ধরনের প্রতারণা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here