যশোরে ক্রিচের আঘাতে যুবক আহত

0
102

যশোর অফিস : যশোর শহরের মনিহার এলাকায় ক্রিচের আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. সজিব হোসেন (২৮)। তিনি আর এন রোড এলাকার খোকন ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সজিব মনিহার টায়ারপট্রি ঢাকা রোডে মনিরউদ্দিন তেলপাম্পের সামনে অবস্থানকালে পূর্ব শত্রুতার জের ধরে শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকার গৌরাঙ্গের ছেলে বাধন (২৯)সহ অজ্ঞাত দুই তিনজন মিলে তাকে ক্রিচ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটন ও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here