বেতনভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে গ্রামীন ডাক কর্মচারীদের মানববন্ধন

0
85

যশোর অফিস : বেতনভাতা বৃদ্ধিসহ চারদফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে যশোর গ্রামীন ডাক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। আজ বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক ডাক কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যশোরে গ্রামীন ডাক বিভাগে ৫৫৩ জন কর্মচারী রয়েছে। তাদের বেতন ভাতা এখনো বিট্রিশ কাঠামোয় পরিচালিত হচ্ছে। পোস্ট মাস্টারের বেতন চার হাজার ৪৬০ টাকা, পিয়নের বেতন চার হাজার ৩৫৪ টাকা, রানারের বেতন চার হাজার ১৭৭ টাকা, আয়ার বেতন চার হাজার ৬০ টাকা। দ্রব্যমূল্যের বর্তমান বাজারের এই বেতনে পরিবার পরিজন নিয়ে এ বেতনে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা।
নেতৃবৃন্দ আরো বলেন, বৈষম্য দূর করতে দেশে একটি গণঅভ্যুত্থান হলেও গ্রামীন ডাক বিভাগ থেকে বৈষম্য দূর হয়নি। এমতাবস্থায় গ্রামীন ডাক বিভাগ কর্মচারীদের বর্তমান বাজার মূল্য বিবেচনা করে ২০ হাজার টাকার উপরে পে-স্কেল প্রদান, ডাক বহনকারীদের বাইসাইকেল ও পোশাক, উৎসব ভাতা দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here