যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

0
171

যশোর অফিস : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারী চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা সন্দেহজনকভাবে চলাফেরা করায় জান্নাত (২১) নামের এক নারীকে আটক করেন। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি রূপদিয়া চালের গেটের সামনে ভাড়া বাসায় থাকেন।
পরে তার কাছে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া তিনটি ব্যাগ ও নগদ দুই হাজার একশত চার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন আটক নারীকে থানায় আনা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here