যশোরে পুলিশের অভিযানে চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারী আটক

0
79

যশোর অফিস : যশোরের পুলিশের অভিযানে উড়ন্ত তিন চিহ্নিত ‌ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত মোবাইল ফোন ও একটি ফোর-ভি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, বিরামপুর পশ্চিমপাড়ার জাহিদ খানের ছেলে আকাশ খান, বিরামপুর হাফেজপাড়ার রফিকুল জিসান খান এবং বিরামপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আমিনুর রহমান।শনিবার রাত ও রোববার দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
থানার এসআই আল মামুন জানান,গত ২২ অক্টোবর রাত আটটার পর যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দেবদাস কাজ শেষে বাইসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। ঠিক তখন কাঠালতলা ঢাকা রোডে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা ওই তিনজন তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানার এস আই দেবাশীষ দাস থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে শনিবার রাতে প্রথমে আকাশ খানকে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরপর রোববার দুপুরে আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী অপর দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। রোববার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী দেবাশীষ দাস মামলা করেন। মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here