যবিপ্রবির অনুজীববিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
74

(যশোর: ৫ নভেম্বর ২০২৫ খ্রি.): নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুজীববিজ্ঞান (এমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আজ বুধবার ৫ নভেম্বর সকাল ১১টায় অনুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয় হলো মানুষ তৈরির কারখানা যেখানে শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য ও মানবিক গুনগতমান সম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। তোমরা আধুনিক শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের পাশাপাশি একজন সৎ, যোগ্য ও মানবিক গুনগতমানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলের সামনে সবার থেকে আলাদাভাবে এই বিশ্ববিদ্যালয়ের পরিচয় তুলে ধরবে। আর এটাই তোমাদের প্রতি আমাদের একান্ত চাওয়া।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, এই বিভাগের পাঠ্যক্রম বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার বিচরণ পৃথিবীর সকল ক্ষেত্রে। তোমাদের শুধু ডিগ্রি নিলেই হবে না বরং তোমাদের প্রক্যেককেই একজন দক্ষ ও গুণগতমানসম্পন্ন অনুজীববিজ্ঞানী হতে হবে। তোমাদের অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে। একজন ভালো বন্ধু একজন ভালো অভিভাবক। তোমাদের প্রথম থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে সঠিক রাস্তায় চলতে হবে। সময়কে সঠিকভাবে কাজে লাগনোর মাধ্যমেই তোমরা আলোকিত মানুষ হতে পারবে এবং দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ ইমান আলী, এমবি বিভাগের প্রভাষক মোঃ শামিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানসহ এমবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এমবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবিনা সুলতানা নওরিন ও নাদিয়া ফাইজুরা হাফসা। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here