যশোরে ওয়ার্কশপে আগুনে দগ্ধ ৩

0
71

যশোর অফিস : যশোর সদরের চাঁচড়া এলাকায় এভারগ্রিন ওয়ার্কশপে পেট্রোলে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ওয়ার্কশপে মোটরযানের যন্ত্রাংশ পেট্রোল দিয়ে পরিষ্কার করার সময় হঠাৎ দাহ্য পদার্থে আগুন ধরে যায়। এতে ড্রাইভার বিল্লাল (২৪), মেকানিক শিহাব (২২) ও রনি (২৩) দগ্ধ হন। আহতদের মধ্যে বিল্লাল যশোর সদর উপজেলার হাটভিলা গ্রামের ইউনুস আলীর ছেলে। শিহাব পুলেরহাট মঙ্গলগতির আলমগীরের ছেলে এবং রনি ঘোপ সেন্ট্রাল রোডের শামসুর রহমানের ছেলে।
দুর্ঘটনার পর সহকর্মীরা উদ্ধার করে দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। তিনজনই বর্তমানে চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানা তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here