ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরীর দেশে ফেরা

0
80

যশোর অফিস : ভারতে পাচারের শিকার হওয়া ৩০ কিশোর-কিশোরী দীর্ঘ ভোগান্তির পর বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় স্বদেশে ফিরেছে। পশ্চিমবঙ্গের হরিদাস সীমান্ত হয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তথ্য অনুযায়ী, বিভিন্ন সময় দালালদের প্রলোভনে পড়ে এসব কিশোর-কিশোরী অবৈধ পথে ভারতে যায়। সেখানে আটক হওয়ার পর আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও তাদের আদালতের মাধ্যমে মুক্ত করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখে। দুই দেশের সরকারের অনুমোদিত ট্রাভেল পারমিট ও এনজিও সংস্থার যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি এস. এম. সাখাওয়াত হোসেন জানান, দেশে ফেরার পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা কিশোর-কিশোরীরা হলেন আলাল মন্ডল, রমযন শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমযান গাজী, মলাই মন্ডল, সুদিবত, নিজাম উদ্দিন, ইয়াসিন, সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হাসান, আব্দুল্লা শেখ, কারিমুল খান, সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন, স্বপ্না মন্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সরদার, মিম খাতুন, শারমিন আলী, টুস্পা পারভিন, সাভা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামছুর নাহার ও রাজিব ইসলাম—যারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
রাইট যশোরের প্রোগ্রাম অফিসার তৌফিকজ্জামান জানান, পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইলে মানবাধিকার সংগঠনগুলো তাদের সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here