বাঘারপাড়ার ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সম্পদ লুটপাটে অভিযুক্ত প্রধান শিক্ষক–সভাপতি

0
62

যশোর অফিস : যশোরের বাঘারপাড়ার ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করে সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক অরুণ কুমার বিশ্বাস ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ ফকিরের বিরুদ্ধে। সম্প্রতি বিদ্যালয়ের ছুটির দিনে একটি বড় মেহগনি গাছ কেটে বিক্রি করা হয়। এর আগে অক্টোবর মাসে আরও দুটি গাছ কেটে নেওয়া হয়। এসব ঘটনায় বিদ্যালয়ের শুভানুধায়ী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,বিদ্যালয়ের সম্পদ বিক্রির অর্থ উন্নয়ন কাজে না লাগিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হচ্ছে। তারা অভিযোগ করেন, সভাপতির ঘনিষ্ঠ বিএনপি নেতা আসলাম হোসেন ফকিরের প্রভাবে এ লুটপাট চলছে।
অভিযোগ বিষয়ে সভাপতি আব্দুর রশিদ ফকির দাবি করেন, গাছগুলো নিয়ে তিনটি পক্ষ বিরোধ করছিল এবং সমস্যা সৃষ্টি হওয়ায় সেগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান শিক্ষক অরুণ কুমার বিশ্বাস স্বীকার করেন, কাউকে না জানিয়ে গাছ কাটা ঠিক হয়নি এবং এখন টেন্ডারের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।
বাঘারপাড়া উপজেলা শিক্ষা অফিসার আশিকুজ্জামান জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here