যথাযোগ্য মর্যাদায় যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

0
67

স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস
উদযাপিত হয়েছে । ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা
যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মলিত আক্রমণ সূচিত হয় । ফলশ্রুতিতে
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় মহান স্বাধীনতা এবং একটি সার্বভৌমত্ব
দেশ বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এবছরও যশোর সেনানিবাসে যথাযথ মর্যাদার
সাথে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ২১ নভেম্বর
জাতীয় স্বশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন ও
মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অতিথিদেরকে অভ্যর্থনা
জানান জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর
এরিয়া মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম-
এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,এমফিল।
প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষনে যশোর অঞ্চলের মানুষের
অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সি প্রশংসা করেন।
তিনি যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র
শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও
আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এছাড়াও প্রধান অতিথিতার বক্তৃতায়
বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি
ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে । একই সাথে জাতীয় পর্যায়ে যেকোনো
দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক
প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর
অবদান তুলে ধরেন । সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ
শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ পরিবারের সদস্যগণ
কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।যাদের মধ্যে বিশেষ
ভাবে উল্লেখযোগ্য যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার
রওনক জাহান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক
লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, এলজিই্িডর নির্বাহী প্রকৌশলী
মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার
ব্যানার্জী, সিনিয়র সাংবাদিক আহসান কবির, নূর ইসলাম, সরোয়ার হোসেন,
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ যশোরের বিভিন্ন শ্রেণী
পেশার কর্তা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষন ও কেক কাটা অনুষ্ঠানের পর দাউদ পাবলিক স্কুল এবং যশোর
ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা যৌথ ভাবে একটি মনোজ্ঞ ডিসপ্লে
প্রদর্শন করে। এক পর্যায়ে প্রধান অতিথি যশোর সেনানীবাসের জিওসি মেজর
জেনারেল জেএম ইমদাদুল ইসলাম পর্যায়ক্রমে অতিথিদের সারিতে যান এবং সকলের
সাথে পরিচিত হন এবং অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here