স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১ টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি, ১৪ কেজি গাঁজাসহ তিনজন অস্ত্র পাচারকারীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বেনাপোল পৃথক দুইটি মামলা দায়েরের পর রোববার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার ধন্যখোলা গ্রামের এজুবার মিয়ার ছেলে সাজজুল, স্বরবাংহুদা গ্রামের সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)। গত শনিবার রাত সারে তিনটার সময় ২ নং ঘিবা গ্রামের একটি মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে এসব অস্ত্র,গুলি, গাঁজা সহ দুইজনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, অস্ত্র ও মাদক চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাতে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে এ তিনজন চোরাচালানিকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১১টি ভারতীয় পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১২ ল ১৮ হাজার টাকা । যশোরে ৩ বন্দি কিশোর হত্যা মামলায় আদালতে শিশু উন্নয়ন কেন্দ্রের নির্যাতিত বন্দিদের জবানবন্দি গ্রহণ রোববার থেকে শুরু হয়েছে। গতকাল নির্যাতনের শিকার ৩ বন্দি আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। বন্দিরা হচ্ছে -যশোর শহরের কাঠেরপুল এলাকার হাসিনার বাড়ির ভাড়াটিয়া রনির ছেলে ছোট হৃদয়, শহরতলীর ধর্মতলা বউবাজার এলাকার আসাদুজ্জামানের ছেলে আব্দুল্লাহ আল মাহিম ও লালমনিরহাটের পটিগ্রাম থানার রসুলপুর এলাকার মফিজুল হকের ছেলে মোস্তফা কামাল হৃদয়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তাদের জবানবন্দি গ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর মো. রোকিবুজ্জামান। তিনি আরো জানান, এ তিনবন্দি ঘটনার সময় কে বা কারা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। কারা কারা অংশ নিয়েছে তা আদালতে জানিয়েছেন। তদন্তের সার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান মি রোকিবুজ্জামান।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ জন বন্দির ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হলে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়। মামলার তদন্তের সার্থে তদন্ত কর্মকর্তা আহত ১৫ জনের ঘটনার সাক্ষী হিসেবে জবানবন্দি গ্রহনের আবেদন জানান। আদালত আবেদন মজ্ঞুর করেন। সোমবারও আরো তিনজনের জবানবন্দি গ্রহনকরা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।














