৮৮ যশোর-৪ আসনে টিএস আইয়ুবের নির্বাচনী জনসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

0
135

স্টাফ রিপোর্টার : ৮৮ যশোর-৪ সংসদীয় আসন (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে ঘিরে অভয়নগরে জনসমর্থনের জোয়ার দেখা গেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তার বিশাল নির্বাচনী জনসভা ও প্রচার মিছিল।
অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহ মোহাম্মদ জোবায়ের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। এছাড়া বক্তব্য দেন নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমন, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পপলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা মোয়াজ্জেম হোসেন রাহাত, ছাত্রদল নেতা নাঈম উদ্দিন বিজয় প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান লিপু, বিএনপি নেতা এস এম মুজিবর রহমান, জাকির হোসেন সরদার, সরোয়ার মোস্তাফিজ মিলন, ইকবাল সরদার, রফিকুজ্জামান টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী। জনসভা পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুব উদ্দিন খোকন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ২৭ বছর এই আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকতে চাই। জনগণের অধিকার আদায়ের জন্য ৭ বার কারাবরণ করেছি, ৩২টি মামলা মাথায় নিতে হয়েছে। যশোর-৪ আসনের মানুষের বন্ধু হিসেবে আবারো আপনাদের সঙ্গে থাকতে চাই।” তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের মাধ্যমে দেশবাসী তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এখন জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।”
জনসভা শেষে সন্ধ্যায় নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল প্রচার মিছিল বের হয়। মিছিলটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here