তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় লাভ করেছে নওয়াপাড়া ইউনিয়ন

0
102

স্পোর্টস রিপোর্টার ॥ তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় লাভ করেছে নওয়াপাড়া ইউনিয়ন। শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচে তারা চুড়ামনকাটি ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সুমন দুটি এবং বাপ্পি একটি গোল করেন। দুই দলের বল দখলের লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শুরু হয়। দুই দলের খেলোয়াড়দে বল দখলের লড়াইটি কেবল মাঝ মাঠের মধ্যে সীমাবদ্ধ ছিল। ডি বক্সের আশে-পাশে গিয়ে উভয় দলের খেলোয়াড়রা ছন্দ হারিয়ে ফেলে। প্রথমার্ধের খেলার ১৬ মিনিটে কর্নার কিক লাভ করে নওয়াপাড়া। বাপ্পির কর্নার শট সুমন হেড দিয়ে বল প্রতিপক্ষের জালিয়ে পাঠিয়ে দেন। তবে এ ক্ষেত্রে চুড়মনকাটি গোল রক্ষক ইমন হোসেনের কিছুটা ভুল ছিল। তিনি গোল পোস্ট ছেড়ে এগিয়ে আসেন। নওয়াপাড়া ইউনিয়ন ১-০ গোলের লিড নিয়ে খেলার মধ্য বিরতিতে যায়।
প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকা নওয়াপাড়ার দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে আক্রমনের গতি আরও বেড়ে যায়। প্রথম পাঁচ মিনিটে একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও গোলবারে লেগে সেই সুযোগ নষ্ট হয়। চুড়ামনকাটির গোল রক্ষক ইমন হোসেন বেশ কয়েকটি জোরালো আক্রমণ প্রতিপত করেন। খেলার ৪৫ মিনিটে নওয়াপাড়ার সুমনের শট সরাসরি চুড়ামনকাটির জালে জড়িয়ে যায়। ম্যাচের ৫১ মিনিটে নওয়াপাড়ার পক্ষে বাপ্পি গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন। খেলার বাকি সময় জুড়ে নওয়াপাড়া ৩-০ গোলের লিড ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নওয়াপাড়ার জোড়া গোলদাতা সুমন।
তার হাতে পুরস্কার তুলে দেন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুর বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ। আগামীকাল রোববার একই ভেন্যুতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী নওয়াপাড়া ও উপশহর ইউনিয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here