যশোরে সড়কের পাশ থেকে ককটেল উদ্ধার একজন আটক

0
138

যশোর অফিস : যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদসংলগ্ন বেনাপোল–খুলনা মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে। পরে কোতোয়ালি থানা পুলিশ যৌথ বাহিনীর সহায়তায় বিস্ফোরকটি উদ্ধার করে জব্দ করে।
স্থানীয়রা জানায়, সড়কের পাশেই কালো টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে যৌথ বাহিনীর সহায়তায় ককটেলটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
এই ঘটনায় সন্দেহের ভিত্তিতে শহরের শংকরপুর এলাকার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম অন্তরকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে পুলিশে দিয়েছে। জিজ্ঞাসাবাদে আরাফাত তিনজনের নাম প্রকাশ করে । এরা হচ্ছে গোল্ডেন সাব্বির (২৮), শিপন (২৭) ও মুসা (৩০)।তারা যশোরের শংকরপুর বাস টার্মিনাল জোমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা।
এই প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here