সুস্থ ও শিক্ষিত জাতি তৈরি করতে পারলে জাতির অগ্রগতি সম্ভব – অনিন্দ্য ইসলাম অমিত

0
69

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধীনের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যশোরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যশোরে মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, সুস্থ ও শিক্ষিত জাতি তৈরি করতে পারলে জাতির অগ্রতি সম্ভব। সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্য খাতে মোট জিডিপি ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা দিয়েছেন, তারেক রহমান। একই সাথে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। যাতে করে ছোট বেলা থেকে নৈতিক, ধর্মীয়,কারিগরী, সামাজিক শিক্ষার সন্নিবেশ ঘটে।
শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় সমস্য ও আগামীর সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বক্তব্যের শুরুতে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন। যশোরের হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানের উন্নয়নে জন্য ১৯৭৮ সালে ১০ কোটি টাকা বরাদ্দ দেন। আমার পিতা তরিকুল ইসলাম জিয়াউর রহমানের আদর্শের কর্মী ছিলেন। সে কারণে তিনি আর এন রোডের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নে ভূমিকা রাখেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতে করুণ দশা বিগত ফ্যাসিস্ট আমলে দেশের মানুষ উপলদ্ধি করেছে। বিশেষ কওে করোনাকালী সময়ে। বিএনপির হাত ধরে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন হয়েছে। শুধুমাত্র এ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা দিয়ে দেশের চিকিৎসা সেবাকে স্বয়ং সম্পূর্ণ করা সম্ভব না। সে কারণে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে কাজ করবে। বিশেষ করে দেশের সরকারি হাসপাতালো গুলোর মধ্যে যেখানে হোমিও চিকিৎসা নেই হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে। যে হাসপাতাল গুলোতে বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র আছে সেখানে আরও বৃদ্ধি করা হবে। হোমিওপ্যাথিক চিকিৎসার সংকট গুলো চিহ্নিত করে সেটি উত্তরণের জন্য সকল হোমিওপ্যাথিক চিকিৎসককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অনিন্দ্য ইসলাম অমিত।
হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং কাজী আজমের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, হোমিওপ্যাথিক চিকিৎসক রফিকুল ইসলাম রতন, এম এ হাই সিকদার, হাফিজুর রহমান, কৃষ্ণপদ কর্মকার, আব্দুর রশিদ, শামসুর রহমান, সন্তোষ কুমার ঘোষ, আবুল কাশেম, মহব্বত আলী, চমন আর ইয়াসমিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here