যশোর অভয়নগর নৌ-বন্দর দখলমুক্ত ও উন্নয়নে সরকারের বিশেষ পরিকল্পনা

0
330

অভয়নগর প্রতিনিধি ঃ শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ার নৌ-বন্দরকে দখলমুক্ত ও উন্নয়ন করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পরিকল্পনার অংশ হিসাবে নদী খনন দ্রুত সম্পন্ন করে নদীর ¯্রােতধারা অব্যহত রাখতে এবং নৌ বন্দরকে আরও ব্যবহার উপযোগী করতে বিস্তারিত সমীক্ষা গ্রহন করতে জোর তাগাদা দেওয়া হয়েছে। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র নওয়াপাড়া নৌ বন্দর পরিদর্শনের পর নওয়াপাড়াবাসী আশাবাদী হয়ে উঠেছে। প্রতিমন্ত্রীর ঘোষনার পর যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো হলঃ দ্রুত নদী খনন সম্পন্ন ও নাব্যতা বজায় রাখতে আধুনিক ড্রেজিং ব্যবস্থা অব্যহত রাখা, যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান নদী দখল অব্যহত রেখেছে সেগুলো দ্রুত উচ্ছেদ করে আইনের আওতায় আনা, গতিপথ পরিবর্তনে সহায়তাকারী স্থাপনাগুলি উচ্ছেদ করা ইত্যাদি। এ বিষয়ে অভয়নগর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল সাংবাদিকদের বলেন, নদী খেঁকো কিছু প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে ভৈরব নদীর মাঝ বরাবর প্যালাসাইডিং জেটি নির্মাণ করে লং বুম স্কেভেটর ব্যবহার করছে যা বন্ধ না করলে নদী নাব্যতা হারাবে। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, লং বুম স্কেভেটর দিয়ে মালামাল উঠানামা করার কারণে ঘাট শ্রমিকেরা বেকার হয়ে পড়েছে। অতিসত্বর নদী হতে অবৈধ প্যালাসাইডিং জেটি ও লং বুম স্কেভেটর অপসারণ করতে জোর দাবী জানান, না হলে শ্রমিকদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষনা দেন। সার ও সিমেন্ট ব্যবসায়ী তবিবুর রহমান বলেন, নওয়াপাড়া নৌ বন্দর কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও গাফিলতির জন্য নদীর উভয় পাশ দখল হয়ে নদীর নাব্যতা কমে গেছে। এ বিষয়ে জানতে অভয়নগর বিআইডব্লিউটিএ,র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান মহোদয় ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে নওয়াপাড়া নৌ বন্দরকে আধুনিকীকরণ ও দখলমুক্ত করতে উদ্যেগ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here