যশোর অফিস : বীর মুক্তিযোদ্ধা ও যশোর জেলা জাসদের সভাপতি অশোক কুমার রায় আর নেই। শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছাত্রজীবন থেকেই অশোক কুমার রায় সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যশোর জেলা জাসদের নেতৃত্ব দিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি শহরের লালদীঘি পাড়ার পূবালী প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী হিসেবেও পরিচিত ছিলেন।
ব্যক্তিজীবনে অশোক কুমার রায় ছিলেন অত্যন্ত বিনয়ী,সদালাপী ও মানবিক। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন,যা তাকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
তার মৃত্যুর খবরে যশোর জেলা জাসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং বেজপাড়ার তার বাসভবনে ছুটে গিয়ে শেষ শ্রদ্ধা জানান।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় বেজপাড়ার নিজ বাসভবনের সামনে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন করা হয় । পরে সুধীর বাবুর কাঠগোলার সামনে গার্ড অব অনার প্রদান শেষে নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।















