জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক আশেক হাসান/ শহরের চলমান উন্নয়নমূলক কাজ ফেব্রুয়ারির আগে শেষ করতে হবে

0
154

স্টাফ রিপোর্টার : যশোর জেলা প্রশাসনের উদ্যোগে
কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে রোববার সকালে জেলার
উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়
শহরের উন্নোয়ন গতিশীল রাখতে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত
গৃহিত হয়। সেই সাথে চলমান বিভিন্ন উন্নোয়নমূলক
কাজের তদারকি করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা
প্রশাসক আশেক হাসান। এসময় তিনি বলেন, শহরের
ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিসি ক্যামেরায় আওতায় আনতে
ব্যবসায়ীদের চিঠি দেয়া হবে। যশোর থেকে উৎপাদিত ফুল
ও সবজি যাতে সারাদেশে দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করা
যায় এ বিষয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, পোশা
বিড়ালে কামড়ালে বিনামূল্যে টিকা পাবে না।
বিনামূল্যে টিকা পাবে শুধু গরীব মানুষ। এ সংক্রান্ত
মাইকিং করতে হবে। শহরের আর যত উন্নয়নমুলক কাজ
চলমান আছে, সেগুলো ফেব্রুয়ারির আগে শেষ করতে হবে।
এছাড়া বিদ্যালয় গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের তাগিদ
দেন জেলা প্রশাসক। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার
পালবাড়ী থেকে চাঁচড়া পর্যন্ত সড়ক আলোকিত করার
প্রস্তাব রাখেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও
পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, শহরের ১৭টি রাস্তা
সংস্কারের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি ড্রেন
পরিষ্কারের কাজ অব্যাহত রয়েছে। বিশেষ করে এমএম কলেজ
দক্ষিণ গেটের সামনের ড্রেন পরিস্কার ও সংষ্কারে সমস্যা
হচ্ছে। কারন হিসাবে তিনি বলেন, ড্রেনের আশেপাশের
অধিকাংশ বাড়ির স্যুয়ারেজ লাইন ড্রেনের সাথে সংযুক্ত।
এটার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ্য হতে হবে। স্ধেসঢ়;ই সাথে
মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। সিভিল সার্জন
ডাক্তার মাসুদ রানা নিপা ভাইরাসের আক্রান্ত থেকে দুরে
থাকতে খেজুরের কাচা রস না খাওয়ার জন্য সকলকে আহবান
জানান। তিনি বলেন, কাচা রসে মৃত্যুর হার ৭৫ শতাংশ।
তাই রস ফুটিয়ে পান করতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের
নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, যশোর-
খুলনা মহাসড়কের কাজ চলমান রয়েছে। এ সড়কে ৮
কিলোমিটার ঢালাই করতে এক বছর সময় লাগবে।
পালবাড়ী-মনিহার রোড মেরামতের কাজ শুরু করা হয়েছে।
এজন্য একটু যানজট হচ্ছে। এসময় বক্তব্য রাখেন , জেলা
শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা কৃষি
অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন,২৫০ বিশিষ্ট
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন
সাফায়াত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ
মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী
প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, গণপূর্তের
নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রেসক্লাব
যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ
কর্মকর্তাবৃন্দ। সভা পরিচালন্ধাসঢ়; করেন অতিরিক্ত জেলা
প্রশাসক(সার্বিক) সুজন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here