যশোর শহরে যানজট নিরসনে করণীয় বিষয়ে মিডিয়া ক্যাম্পেইন

0
110

প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক গ্রামের কাগজ ও নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে আজ ২৩
ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০ টায় পৌর মিলনায়তনে যশোর শহরে যানজট
নিরসনে করণীয় বিষয়ে মিডিয়া ক্যাম্পেইন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক
মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিডিয়া ক্যাম্পেইনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌর প্রশাসক মো. রফিকুল হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের যশোর ট্রাফিক পুলিশ পরিদর্শক
(টিটি) মো. ইউসুফ আলী চৌধুরী। মিডিয়া ক্যাম্পেইনে যশোর শহরে যানজট
নিরসনে করণীয় বিষয়ে আলোচনা করেন জনউদ্যোগ আহবায়ক প্রকৌশলী নাজির
আহমদ, বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সনাকের সভাপতি শাহীন
ইকবাল, বিশিষ্ট আইনজীবী এ্যাড. আবুল হোসেন, জনউদ্যোগের যুগ্ম
আহবায়ক দীপক কুমার রায়, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, নারী নেত্রী অধ্যাপক সুরাইয়া শরীফ, এ্যাড.
মাসুমা বেগম, সাংস্কৃতিক সংগঠক আলমগীর কবীর, সুকান্ত দাস, দৈনিক
রানারের ডেপুটি এডিটর প্রনব দাস, দৈনিক সমাজের কথার সম্পাদক আমিমুর
রহমান মামুন, যুগান্তরের জেলা প্রতিনিধি ইন্দ্রজীৎ রায়, বনিক বার্তা জেলা
প্রতিনিধি আবদুল কাদের, দৈনিক লোক সমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ,
বাসসের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সজল, ইজিবাইক শ্রমিক নেতা মো.
একরামুল কবীর প্রমুখ।
মিডিয়া ক্যাম্পেইনে আলোচকবৃন্দ বলেন রিকসা, ইজিবাইক, থ্রি-হুইলার,
মোটরসাইকেল সমস্যাকে আরও জটিল করে তুলেছে। তাছাড়া হকার-ব্যবসায়ীদের
ফুটপাত দখলের প্রবণতা এবং বারবার দখলমুক্ত করার পরও ফের দখল করছে এবং মার্কেটসহ
বিভিন্ন ধরণের প্রতিষ্ঠানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকা এবং সড়কজুড়ে
গাড়ি পার্কিংয়ের প্রবণতা রয়েছে।
যশোর যানজন নিরসনে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে (যেমন দড়াটানা, চৌরাস্তা,
ঈদগাহ মোড়, চিত্রা মোড়) ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণ করা। বিশেষ করে
দড়াটানা ব্রিজকে অপসারণ করে বহুমুখি নতুন ব্রিজ করা। প্রয়োজনে গরীবশাহ
মাজার এলাকা থেকে আরেকটি ব্রিজ করে ডাইভারশন তৈরি করা এবং রিকসা,
ইজিবাইক ও থ্রি-হুইলার চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের পদক্ষেপ নেওয়া এবং
চালক লাইসেন্সবিহীন যান চলাচল নিয়ন্ত্রণ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here