বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল দিয়ে ভারতে যাবার সময়ে পাসপোর্ট যাত্রী মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো রাসেল পাঠান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পাসপোর্ট যাত্রী রাসেল পাঠান নামের ব্যাক্তি ভারতে যাবার সময় ইসিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়।তার নামে ইমিগ্রেশনে ষ্টপলিষ্টে নাম থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটককৃত রাসেল পাঠানের নামে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধি ১২ ডিসেম্বর ২০২৪ সালে একটা মামলা রয়েছে।পরে মামলা বিষয়ে খোজখবর নিলে তার সত্যতা পাওয়া যায়।।
পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোট থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
আটককৃত রাসেলের বাড়ী ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার সানকিপাড়া গ্রামে।তার বাবার নাম আঃরাজ্জাক পাঠান।















