জেলা প্রশাসন, যশোর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর কর্তৃক ‘মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৫’ এর আয়োজন

0
111

স্থানঃ নাটোয়াপাড়া স্কুল মাঠ, হৈবতপুর, যশোর। তারিখঃ ২৫/১২/২০২৫ ইং, সময়ঃ সকাল ১০:০০ সন্ধ্যা ৫:০০ ঘটিকা সভাপতিত্ব করেনঃ জনাব পারভীন আখতার, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর প্রধান অতিথিঃ জনাব মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর বিশেষ অতিথিঃ ১। জনাব মোঃ ফারুক হোসেন, প্রভাষক, বারোবাজার ডিগ্রী কলেজ, ঝিনাইদহ। ২। মোঃ সালাউদ্দিন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর। অংশগ্রহণকারী দলঃ ০৮ টি। চাম্পিয়নঃ কুলি ভলিবল টিম, ঝিকরগাছা। রানার্স আপঃ হালসা ভলিবল টিম, যশোর। ম্যান অফ দ্যা টুর্নামেন্টঃ হরসিত বিশ্বাস, কুলি ভলিবল টিম, ঝিকরগাছা (অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ভলিবল দল)। বিবরণঃ খেলা শেষে উপপরিচালক জনাব পারভীন আখতার মাদকের কুফল ও প্রতিকার সম্পর্কে বক্তব্য প্রদান করেন। অতঃপর খেলোয়ার ও উপস্থিত দর্শকদের সঙ্গে নিয়ে ‘মাদকবিরোধী শপথ বাক্য’ পাঠ করান এবং বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। উক্ত টুর্নামেন্টে ‘কুলি ভলিবল টিম’ এর হয়ে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের হরসিত বিশ্বাস, রাহুল, আশিক, পলাশ, তপু, রাতুল, শান্ত ও প্রান্ত; বিমানবাহিনীর আবু ফয়সাল, পাভেল ও আবু সাকিব, সেনাবাহিনীর নাঈম অংশগ্রহণ করেন। ‘হালসা ভলিবল টিম’ এর হয়ে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাহারাজ, মাশফিক ও ইমাম; বাংলাদেশ নৌবাহিনীর শাওন ও মারুফ; বিকেএসপির সাব্বির; বিমানবাহিনীর পারভেজ ও তিতাস অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here