যশোরস্থ কেশবপুর নাগরিক সমাজের উদ্যোগে যশোরে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু এঁর প্রয়াণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

0
110

যশোর : যশোর প্রেসক্লাব মিলনায়তনে যশোর জেলার কেশবপুর উপজেলার কৃতি সন্তান বিজ্ঞ আইনজীবী, পরিচ্ছন্ন রাজনীতিক ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু এঁর প্রয়াণে শনিবার সকালে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
যশোরস্থ কেশবপুর নাগরিক সমাজের উদ্যোগে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু এঁর কীর্তিময় জীবন,আইন পেশায় অসামান্য অবদান ও সামাজিক কার্যক্রমকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার লক্ষ্যে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক স্মরণ সভায় মধ্যমণি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু এঁর সহধর্মিণী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব রুখসানা হাসিন, এনডিসি।
যশোর আইনজীবী সমিতির সাবেক সহকারী সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট তাহমিদ আকাশ রিপনের কাব্যিক সঞ্চালনায় বদরুজ্জামান মিন্টু এঁর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, যশোর সরকারি মহিলা কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মো: আলাউদ্দিন, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী, সিনিয়র আইনজীবী আব্দুল মজিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, মরহুম বদরুজ্জামান মিন্টুর ছোট ভাই ও বিশিষ্ট রাজনীতিক মাসুদুজ্জামান মাসুদ।
এছাড়া স্মৃতিচারণ করেন সরকারি বিএল কলেজের প্রভাষক আব্দুর রহিম,যশোর পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার রবিউল হক রয়েল,পারটেক্স গ্রুপের সাবেক এরিয়া ম্যানেজার লাভিন ফেরদৌসুর রহমান,বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা বদরুজ্জামান, অ্যাডভোকেট মো: ওয়াজিউর রহমান,ছাত্রনেতা সাজ্জাদুল কবীর মিল্টন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাসুদুর রহমান, দৈনিক প্রজন্ম একাত্তর এর সম্মাদক মো: ওহাবুজ্জামান ঝন্টু,বযশোর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন,অ্যাডভোকেট মিলন মিত্র প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত ও স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক ড. হাদীউজ্জামান সোহাগ।
স্মরণ সভায় যশোরস্থ কেশবপুর এর সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা,আইনজীবী,ব্যাংকার,শিক্ষক,ব্যবসায়ী,প্রকৌশলী,সাংবাদিক,ছাত্র-ছাত্রী সহ নানা স্তর ও নানা পেশাজীবীর প্রায় দেড় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here