স্টাফ রিপোর্টার : যশোর আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের পক্ষ থেকে সার্বজনীন শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়। শুক্রবার যশোর শহরের আর এন রোডের পাশে নলডাঙ্গাস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আসাদ স্মৃতি ইনস্টিটিউশন যে কাজ গুলো করছে এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে সরকার চাইলেও এই কাজ গুলো করতে পারে না। সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক এবং সামাজিক শক্তি মিলে দেশটাকে নতুন ভাবে গড়ার বার্তা দিয়েছেন ।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রাজনীতি সকল জায়গায় ঢোকানোর প্রয়োজন নেই। সমাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি এবং ধর্মীয় সংগঠন গুলো তাদের মতো করে পরিচালিত হবে। সরকার এবং রাজনৈতিক দলের দায়িত্ব এই জাতীয় সংগঠন গুলো সহয়তা ও পৃষ্ঠপোষকতা করা। কিন্তু বিগত ১৭ বছর এই কাজগুলো হয়নি। বরং সরকার এই সংগঠন সমূহে মাথা ঢুকিয়ে সংগঠন গুলোর সম্প্রসারণে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই আমরা আগামীর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন পূরণে রাজনৈতিক এবং সামাজিক শক্তি হাতে হাত মিলিয়ে যশোরকে নতুন ভাবে গড়তে চাই।
তিনি বলেন, আসাদ স্মৃতি ইনস্টিটিউশন সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে কাজটি করছে আমি আশা করবো আগামীতে সরকার এই কাজ টি করবে। যেখানে সরকার পারবে না, সেখানে সামাজিক সংগঠন সমূহ তাদের পাশে দাঁড়াবে। যাতে করে শিক্ষার আলো থেকে দেশের কোন শিশু বঞ্চিত না হয়।
এ সময় বক্তব্য রাখেন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক আয়াজ উদ্দিন রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের সভাপতি এজাজ উদ্দিন টিপু। পরে অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে কোমলমতি শিশুদের হাতে শিক্ষা উপকরণ ও বৃত্তির টাকা তুলে দেন। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, দুটি করে স্কুলের পোশাক এবং ভর্তি ফি বাবদ তিন হাজার করে টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ক্রিকেটর খান মোহাম্মদ শফিক রতন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
Home
যশোর স্পেশাল যশোর আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের পক্ষ থেকে সার্বজনীন শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা...















