যশোর অফিস: ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার দুপুরে মনিহার চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং আসন্ন নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।















