যশোর অফিস : যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে আলোচিত রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলার মিজানুর রহমান নামে একজনকে আটকের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিজানুর রহমানকে যশোর ডিবি পুলিশ আটকের পর শুক্রবার রাতে কপালিয়া বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে মিজানুর রহমানকে আটক করা হয়।
আটকের পরদিন শুক্রবার রাতে কপালিয়া বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানের কাঁচের দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের পর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, ককটেল সদৃশ বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আর কারা ককটেল বিস্ফোরণ ঘটালো সেদিকেও পুলিশ লক্ষ্য রাখছে। সন্ত্রাসীরা যেই হোক
তাদের আইনের আওতায় আনা হবে।















