মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে শার্শার যুবকের মৃত্যু

0
67

শহিদুল ইসলাম : মালয়েশিয়ায় কাজ করার সময় বহুতল ভবন থেকে পড়ে শার্শার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শাওন হোসেন (২৪)। তিনি যশোরের শার্শা উপজেলার মাঠিপুকুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে। মঙ্গলবার (বাংলাদেশ সময় সকাল ১১টা) মালয়েশিয়ার মালাক্কা শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নির্মাণাধীন একটি ২০ তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন শাওন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, প্রায় ৭ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমান শাওন হোসেন। সেখানে তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন এবং তার প্রবাস জীবন মোটামুটি ভালোভাবেই চলছিল।
শাওনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের মাতম নেমে আসে পরিবারে। তার বাবা-মা ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
নিহতের চাচাতো ভাই টিটু মিলন বলেন,কাজের সময় দুর্ঘটনায় আমার চাচাতো ভাই মারা গেছে এটা মেনে নেওয়া খুব কষ্টকর। আমরা দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চাই। পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। দ্রুত প্রবাসীর মরদেহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছে শোকাহত পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here