হাদি হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন ও সড়ক অবরোধ

0
69

যশোর অফিস : হাদি হত্যার বিচারের দাবিতে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি, যশোর জেলা। শুক্রবার বিকেলে এ কর্মসূচি চলে। এনসিপি নেতাকর্মীরা পালবাড়ি ভাস্কর্য মোড়ে মানববন্ধন করে শহীদ হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তারা বলেন,যতদিন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করা না হবে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
মানববন্ধনের অংশ হিসেবে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পালবাড়ি থেকে ঢাকা ও পালবাড়ি থেকে ঝিনাইদহগামী সড়কে যান চলাচল বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ওই সময় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। কর্মসূচিতে এনসিপি যশোর জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here