চৌগাছার সাংবাদিক লাবলুর রহমানের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

0
8

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক লাবলুর রহমানের পিতা সামাউল হোসেন (৮০) ইন্তেকাল করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সামাউল হোসেন পেশায় একজন কৃষক ছিলেন এবং নারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ছেলে সাংবাদিক লাবলুর রহমান জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত প্যারালাইসিসে ভুগছিলেন।
আছর বাদ নারায়নপুর ইউনিয়নের পেটভরা উত্তরপাড়া জামে মসজিদের সামনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাস্টার আজম আশরাফুল, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংবাদিক জাহিদ হাসান, মিরোনুর রহমানসহ স্থানীয় প্রতিবেশী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here