ডুমুরিয়া ও কেশবপুরের নদী খাল বিল ও পানি সেচ প্রকল্প সমুহ পরিদর্শন করেন আপার ভদ্রা অববাহিকা পানি কমিটি

0
6

ডুমুরিয়া প্রতিনিধি। খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন নদী খাল বিল ও পানি সেচ প্রকল্প সমুহ পরিদর্শন করেছেন আপার ভদ্রা অববাহিকা পানি কমিটির নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন নদী, খাল, স্লুইস গেট ও জলাবদ্ধ বিল সমুহ পরিদর্শন করে এই কমিটি। এসময় ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া স্লুইস গেট, খর্ণিয়া ব্রীজ, রানাই ত্রি-মোহনা, কাশিমপুর বাঁধ, পাঠনপাড়া বিল, নরনিয়া স্লুইস গেট, কেশবপুর উপজেলার বুড়ুলিয়া ব্রীজ, বুড়ুলিয়া স্লুইস গেট, বিল পাথরা-পাঁজিয়া সেচ প্রকল্প, মঙ্গলকোট ব্রীজ, হড়হড়িয়া-হরিহর-আপারভদ্রা ত্রি-মোহনা, হিজলডাঙ্গা বারোমাসি খাল, পরচক্রা ব্রীজ, তেঘরী কালভার্ট এবং এই সংলগ্ন জলাবদ্ধ বিল সমুহ সরেজমিনে পরিদর্শন করেন কমিটির নেতৃবৃন্দ। একই সাথে জলাবদ্ধতার বিভিন্ন কারনও চিহ্নিত করে এই কমিটি। পরিদর্শন টিমে ছিলেন, আপার ভদ্রা অববাহিকা পানি কমিটির উপদেষ্টা পানি গবেষক অধ্যাপক হাশেম আলী ফকির, আপার ভদ্রা অববাহিকা পানি কমিটির আহবায়ক সাংবাদিক মোঃ রুহুল আমীন, সাতক্ষীরার তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির সমন্বয়ক দিলিপ সানা, সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, গৌতম রাহা ও গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here