চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত

0
9

মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
​শহরের ৮ নম্বর ওয়ার্ডের কেওড়াতলা জিয়া সড়ক এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. শাহনুর টিঙ্কুর বাড়িতে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে বড় ধরনের চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সুযোগে চোর চক্র ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। তারা একটি দামি স্মার্টফোন এবং ওয়ারড্রবের ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
​শুধু ব্যবসায়ীর বাড়িই নয়, খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও বাদ পড়ছেন না চোরদের হাত থেকে। কেওড়াতলা এলাকার বাসিন্দা সাংবাদিক কাজী মাহফুজ জানান, তাঁর বাড়িতে ভাড়া থাকা মোংলা থানার এক পুলিশ সদস্যের বাইসাইকেলও কিছুদিন আগে চুরি হয়ে গেছে।
এ ছাড়া গত ৮ জানুয়ারি একই ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকা থেকে ব্যবসায়ী মিলনের একটি দামি অ্যাপাচি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল চুরির ঘটনায় অনিক, মিলন ও নাসিরসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত তা উদ্ধার হয়নি।
​এলাকাবাসীর দাবি, গত কয়েক মাস ধরে শহরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। তাঁদের অভিযোগ:
​মাদক ও জুয়া: এলাকায় মাদকসেবীদের সংখ্যা বেড়ে গেছে। মাদক এবং মোবাইল জুয়ার টাকা জোগাড় করতেই একদল তরুণ এসব অপকর্মে জড়াচ্ছে।
​বখাটেদের আড্ডা: কেওড়াতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে কিছু বিপথগামী তরুণ মাদক সেবন ও বিক্রির আস্তানা গেড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
​উদ্ধারে ব্যর্থতা: চুরির ঘটনা ঘটলেও মালামাল উদ্ধার বা চোর চক্রকে আটক করতে পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পৌরবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা​”এগুলো কোনো পরিকল্পিত বড় চুরি নয়, বরং মাদকসেবীদের কাজ। এলাকায় মাদকের বিস্তার রোধ করা না গেলে চুরি থামানো সম্ভব নয়।”
​মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ১৭ জানুয়ারি রাতে জিয়া সড়কে ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here