ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!

0
8

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার লড়াইয়ে জয়ী হয়ে ০৮ জন কনস্টেবল এখন পুলিশের এএসআই (নিরস্ত্র)! আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল পদোন্নতিপ্রাপ্ত এই বীর সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের পদ বিভাজন অনুযায়ী স্বচ্ছতার ভিত্তিতে এই পদোন্নতি প্রদান করা হয়েছে।পুলিশ সুপার নিজ হাতে ব্যাজ পরিয়ে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পদোন্নতি মানেই শুধু পদের পরিবর্তন নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার এক নতুন অঙ্গীকার।
তাদের উদ্দেশ্য করে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, “আপনারা এখন থেকে আরও বড় দায়িত্বের অংশীদার। পেশাদারিত্ব, সততা আর মানবিকতা যেন হয় আপনাদের কাজের মূলমন্ত্র। মনে রাখবেন, সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল যেন হয় পুলিশ।”
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনটি বিশেষ বিষয়ের ওপর জোর দেন: * শৃঙ্খলা: যা পুলিশের মেরুদণ্ড।
* মানবিকতা: সেবাপ্রার্থী প্রতিটি নাগরিকের সাথে বিনয়ী ব্যবহার।
* আইনের শাসন: ব্যক্তিগত ইমেজের চেয়ে আইনের শ্রেষ্ঠত্ব বজায় রাখা।
ঝিনাইদহের এই নবনিযুক্ত এএসআই-দের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শুভেচ্ছার জোয়ার। দেশ ও জনগণের সেবায় তারা নিজেদের উজাড় করে দেবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here