লোহাগড়ায় ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আটক ১০ বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

0
346

লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে (২৮) কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ। এ দিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করে আদালতে প্রেরন করেছে।
সূত্র জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টায় লোহাগড়া উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়অ পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা শেখ সগির উদ্দীন সনেট , এস এম মুজাহিদুল ইসলাম, জসিম শেখ প্রমুখ।
লোহাগড়া থানা ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ওই এলাকার নুর ইসলাম, শিমুল ফকির, ওলিয়ার রহমান, আজাদ শেখ, আরজ মোল্যা, আজগার মোল্যা, সোহেল শেখ, জামাল হোসেন, সেলিম শেখ, রওশন শেখকে আটক করে রোববার আদালতে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও নারী ঘটিত বিষয় নিয়ে এ হত্যা সংঘটিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে । রেজওয়ান কুমড়ি গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here