যশোরে ছেলে হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে পরিবার ও এলাকাবাসি

0
318

যশোর প্রতিনিধি : ছেলের হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছেন যশোর শহরের খড়কী এলাকার আলআমিনের পরিবার ও এলাকা বাসি। খড়কী এলাকায় আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রূতার কারনে আলামিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার বাবা-মায়ের ও এলাকা বাসির। বুধবার দূপুরে প্রেসকাব যশোরের সামনে মানববন্ধন থেকে এ হত্যার বিচার দাবি জানান। তিনি অভিযোগ করেন, এলাকার আধিপাত্য বিস্তার ও পূর্বশত্রূতার কারনে গত ২ এপ্রিল রাতে এলাকার জামাল, অনু, রনি, মন্টু, পিন্টু, হিরা, বিপুল, পিয়াস, অমিত, মুকুল, সিদ্দিক, টুটুল, ইমন, আলামিনকে কুপিয়ে হত্যা করে। আলামিন শহরের খড়কী এলাকার আলমগীরের ছেলে । ২ এপ্রিল কোতয়ালি থানায় হত্যা মামলা হয়। এর ভিতর কিছু আসামী জামিন হয়েছে এবং কিছু আসামী জামিন হয়নি। জামিন হয়ে তার পরিবারের প্রতি মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। নিহত আলামিনের পরিবার উক্ত আসামী দের ভয়ে আতঙ্ক গ্রস্ত হয়ে আছে। মানববন্ধনে আলামিনের মা জানায়, আলামিনের শরিলে একাধিক জায়গাই কূপিয়ে জখন করে ছিলো ওই সন্রাসীরা। আলামিনের বাবা অভিযোগ করেন, কোতয়ালী মডেল থানায় গত ২এপ্রিল আমি বাদি হয়ে উপরে উল্লেখিত আসামীসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করি। মামলা নং ৪ সে সময় পুলিশ কয়েক জনকে আটক করে। পরে ওই আসামীরা জামিনে মুক্তি পেয়ে আমার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছি। আমার পরিবার আসামী দের হাত থেকে বাচতে পুলিশ প্রশাসনের হস্তপে কামনা করেন। সুষ্ঠ বিচারের বাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here