চৌগাছায় ধর্ষণের প্রতিবাদে উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন

0
277

চৌগাছা (যশোর) প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে উদীচী শিল্পগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদ। বৃহস্পতিবার বেলা ১০ টা ১৫ মিনিটে শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে আধাঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা সংসদের যুগ্ম আহবায়ক ও চৌগাছা প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপদেষ্টা চৌগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্য আব্দুস সালাম, সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল মাজিদ, উদীচী চৌগাছা সংসদের নির্বাহী সদস্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক শাহীন মাহবুব, মামুন শামীম আকতার লিখন প্রমুখ। উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা সংসদের যুগ্ম আহবায়ক শওকত আলী, সদস্য ভাস্কর আতিয়ার রহমান, সদস্য নাজমা আক্তার শিমু, ইসমেতারা, প্রমিলা বালাসহ উদীচী চৌগাছার সদস্যবৃন্দ ও সাধারণ নাগরিকরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here