তালায় বিশ্ব দৃষ্টি দিবস উপলে বিনামূল্যে চু শিবির

0
282

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ দৃষ্টিজুড়ে আশা এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২০ উপলে সাতক্ষীরা তালায় ব্র্যাক আই কেয়ার স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ও ব্র্যাক ভিশন সেন্টার উদ্যোগে চু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর ) দিনব্যাপী চলা ফ্রি আই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেয়া হয়। দিনব্যাপী চলা এ চিকিৎসা ক্যাম্পটিতে উপস্থিত ছিলেন ব্র্যাক ভিশন সেন্টারের এরিয়া ম্যানেজার মনির হোসেন মোল্লা, তালার ব্র্যাক ভিশন টেকনিশান জেসমিন নাহার, প্রোগ্রাম অর্গানাইজার তাপস দেবনাথ, অফিস সহকারী সেলিম হোসেন প্রমূখ। দিনব্যাপী চলা চু শিবিরে সেবা নিতে আসা রোগীদের ২দিন ব্যাপী (৮-১০অক্টোবর পর্যন্ত) চোখের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here