যশোরে বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণ

0
364
যশোর প্রতিনিধি: যশোরে পরিবহনের মধ্যে এক তরুণী গনধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক, পরিবহনের হেলপার মনিরুল ইসলামকে আটক করেছে। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিমপুর গ্রামের ওহিদুলের ছেলে এবং এমকে পরিবহনের হেলপার। বর্তমানে মনিরুল যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়ার শহিদুলের বাড়ির  ভাড়াটিয়া।
পুলিশ জানায়, মাগুরার শালিখা উপজেলার   শতখালী এলাকার এক তরুণী বুধবার ( ৮অক্টোবর) বিকাল ৪ টার দিকে রাজশাহী থেকে যশোরে আসার জন্য এমকে পরিবহনে ওঠে। রাত  সাড়ে ১১ টার দিকে যশোরে নেমে পূর্ব পরিচিত মনিরুলকে ফোন দেয়।
রাত গভীর হওয়ায় ওই তরুণী তার নিজ বাড়িতে যেতে না পারায় মনিরুলের সাথে শহরের কোল্ড স্টোরে সামনে এমকে পরিবহনের ভিতরে অবস্থান করে। বৃহস্পতিবার (৯ অক্টোবার রাত দেড়টার দিকে  মনিরুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনা জানাজানি হলে স্থানীরা পুলিশকে জানায়। পরে পুলিশ মনিরুলকে আটক করেছে। ওই তরুণীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
এদিকে ধর্ষণের শিকার ওই তরুণী জানায়,  বাসের হেলপার রাতে তাকে পানীয় খেতে দেয়। পরে সে অচেতন হয়ে পড়ে। গভীর রাতে তার চেতনা ফিরে আসলে গণ ধর্ষণের শিকার হয়েছে বলে সে বুঝতে পারে। বাসের ড্রাইভার ও হেলপার তাকে ধর্ষণ করেছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি তরুণীর অবস্থা এখন ভাল। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।যশোর কোতয়ালি মডেল থানার ওসি  মোহাম্মদ মনিরুজ্জামান বাসের মধ্যে তরুণী ধর্ষণের অভিযোগে বাসের হেলপার আটকের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬জন পরিবহন শ্রমিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here