ঝাঁপায় সমিতির নাম ভাঙ্গিয়ে চড়া সুদের ব্যবসা

0
309

রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে ঝাঁপা জনকল্যাণ সমিতির নাম ভাঙ্গিয়ে কতিপয় কিছু ব্যক্তি সমিতির নিয়মনীতি উপো করে চড়া সুদের ব্যবসা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া সমিতির কার্যালয়ের পাশেই রয়েছে জামে মসজিদ, কবরস্থান ও নির্মাণাধীন ঈদগাহ। সেখানে স্থানীয় মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করে থাকে। ওই সমিতির যারা সদস্য ছিলেন, তাদের মধ্যে অনেকেই এ প্রতিনিধিকে জানিয়েছেন, এ সমিতির নাম ভাঙ্গিয়ে চড়া সুদে ব্যবসার লেনদেন চলার কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। জামে মসজিদ, কবরস্থান ও নির্মাণাধীন ঈদগাহর আশপাশ এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণির লোকজনের অবাধ চলাফেরা ও উচ্চস্বরে বিভিন্ন বিষয় নিয়ে বাক-বিদন্ডা, ইত্যাদি কার্যাবলি ওই এলাকার জনসাধারণের দৃষ্টি গোচর হচ্ছে।সমিতির সদস্য ছিলেন সাবেক ব্যাংকার মো. আলাউদ্দিন ও আতাউর রহমানসহ আরো অন্যন্য সদস্যরা জানান, সমিতির সকল কার্যক্রম গত ২৪/৯/২০২০ ইং তারিখে সকল সদস্যূদের সম্মতিক্রমে বন্ধ করে করে দিয়ে কমিটি ও সমিতির কার্যক্রম বিলপ্তি ঘোসনা করা হয়েছে এবং সকল সদস্যের সমুদ্বয় সঞ্চয়ের টাকা পরিশোধ করে ফেরত দেওয়াসহ সমিতি ঘরের আসবরপত্রাদি বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর ওই সমিতির নাম ভাঙ্গিয়ে কিছু ব্যক্তি সমিতি পরিত্যক্ত ঘোষনার নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ব্যক্তিগত টাকা চড়া সুদে ব্যাবসার অপচেষ্টার পায়তারা করছে। এলাকার সহজ সরল নিরীহ মানুষদের মাঝে লে লোনের নামে অবৈধ সুদে ব্যবসা করে যাচ্ছে বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে এলাকার অসহায় পরিবারগুলো। এ সমিতির এহেন কার্যাবলি অত্র এলাকার জন সাধারণের মাঝে চরম ােভের সৃষ্টি হচ্ছে। এছাড়া কয়েক বছর পূর্বের সামাজিক প্রোপট আর বর্তমান সময়ের সামাজিক প্রোপট তথা এলাকার জনসাধারণের চিন্তা-চেতনা, মানসিক ভাবধারা ধর্মীয় অনুভূতি বহুগুন পরিবর্তন হওয়ায় উক্ত সমিতির এহেন কার্যাবলি অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ এর তীব্র প্রতিবাদ জানিয়েচ্ছে এবং সমিতির কার্য্যক্রম পুনরায় নবায়নসহ অনুমোদন না দেওয়া জন্য স্থানীয় প্রায় শতাধিক ব্যক্তি গন স্বারিত আবেদনপত্র মণিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়, যশোর জেলা সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখীত অভিযোগে দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here