মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে দালালসহ ১২জন আটক

0
279

মহেশপুর প্রতিনিধি ঃ সোমবার ভোরে ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অতিক্রমকালে দালালসহ ১২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি ও থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে পলিয়ানপুর বিওপির হাবিলদার শফিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কাজীবেড় মাঠের ভিতর থেকে দালালসহ ১২ জনকে আটক করে। আটককৃতরা হলেন-নড়াইল জেলার সদর থানার আখোদা গ্রামের কার্তিক বিশ্বাসের পুত্র কিংকর বিশ্বাস(২৮) ও মেয়ে মুনিরা বিশ্বাস(২০), কিংকর বিশ্বাসের স্ত্রী স্বপ্না বিশ্বাস(২২) এবং তাদের শিশু প্রীথম বিশ্বাস(০৩), আব্দুর রবের পুত্র ইমামুল(২৩), যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের বিবেক বিশ্বাসের পুত্র গৌরব বিশ্বাস(২৫), গৌরব বিশ্বাসের স্ত্রী সুমিত্রা বিশ্বাস(২০), যশোর জেলার মনিরাপুর থানার পাঁচমাটিয়া গ্রামের কালিপদ বকশির পুত্র প্রবীর বকশি(৫০), মাগুরা সদর থানার ভাটোয়াইল গ্রামের কৃঞ্চ বিশ্বাসের পুত্র মিঠুন বিশ্বাস(২০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার মোস্তফার পুত্র আনোয়ার(৩২),পিরোজপুর জেলার মাঝআইল গ্রামের মাহাতাবের পুত্র ফেরদৌস(৩৮) এবং পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহের কালীগঞ্জ থানার শাহপুর গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে নাসির উদ্দিন(৪০)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here