যশোরে যৌতুক মামলায় স্বামীর দুই বছরের কারাদন্ড

0
313

কাগজ সংবাদ : যশোরে যৌতুক মামলায় স্বামীর দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ বাবু মণিরামপুর উপজেলার কায়েম কোলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক এ আদেশ দেন।
এআগে ২০১৭ সালে স্ত্রী মণিরামপুর উপজেলার মদনপুর আব্দুল মোমিনের মেয়ে খাদিজা খাতুন বাদী হয়ে যশোর আদালতে যৌতুকের অভিযোগে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ১৯ এপ্রিল তাদের বিয়ে হয়। কয়েকদিনের মাথায় দুই লাখ টাকা যৌতুকের দাবি করে। টাকা না পেয়ে বিনর্যাতন শুরু করে বাবু। একপর্যায় খাদিজাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বাবু। ২০১৭ সালের ২০ অক্টোবর দুইপক্ষের মধ্যে বসাবসি হলে টাকা না দিলে সংসার করবেনা বলে বাবু জানিয়ে দেয়। বাধ্য হয়ে বাদি আদালতে মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here