শালিখায় সাধারণ মানুষের জন্য নিজ খরচে টিউবওয়েল দিলেন যুবলীগ নেতা মজনু মিয়া

0
356

শালিখা (মাগুরা) প্রতিনিধি : শালিখার ২ং তালখড়ি ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মজনু মিয়া ব্যক্তিগত খরচে কুশখালী গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ ও তানঈম মাদরাসায়, গোয়ালখালী ও সাবলাহাট গ্রামের মাঠে যাওয়া কৃষকদের খাওয়া ও অন্যান্য কাজে পানি ব্যবহারের জন্য কয়েকটি টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। মজনু মিয়া বলেন আরো কয়েকটি গ্রামে পর্যায় ক্রমে টিউবওয়েল বসানো হবে। আমি প্রচারের চেয়ে কাজ করতে চাই বেশি। তবে, প্রচারে অনেকেই উদ্বুদ্ব হবে। আশা করি করোনা কালে সমাজের বৃত্তবানরা তাদের সামর্থ মতো অসহায় মানুষের পাশে দাড়াবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here