নড়াইলে ছাত্র নেতা চয়নের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত 

0
344
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ    নড়াইলে ছাত্র নেতা চয়নের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত। ৯০-এর গণ আন্দোলনের ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিকের ২৯ তম মৃত্যুবার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মূসূচির মধ্যে ছিল শহীদ চয়নের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালী এবং স্মরণ সভা। গতকাল  বেলা ১১টায় এ উপলক্ষে জেলা ছাত্রলীগ, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এবং  শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদ নড়াইল ভিক্টোরিয়া কলেজ চত্বরে শহীদ চয়ন মল্লিকের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। পরে স্মৃতিস্তম্ভের সামনে জেলা ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা ও  পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, হাফিজ খান মিলন, মিটুল কুন্ডু, অ্যাডভোকেট কাজী বশিরুল হক, অ্যাডভোকেট মাহমুদুল হাসান কয়েচ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।
বক্তারা ৯০-এর গণ আন্দোলনের অন্যতম নেতা ৯১ সালের ১৬ অক্টোবর ছাত্রদলের সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রলীগ নেতা চয়ন মল্লিক হত্যার পুনঃ বিচারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here