যশোর জেলা বিএনপি কার্যালয়সহ চার নেতার বাড়িতে ভাংচুরের অভিযোগ 

0
287
যশোর প্রতিনিধি : যশোর জেলা বিএনপি কার্যালয়সহ চার নেতার বাড়িতে ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিএনপি নেতাদের দাবি যশোর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, গতকাল রাত ২টার কিছু সময় আগে অজ্ঞাত ২০/২৫জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকারযোগে তার উপশহর বি-ব্লকস্থ বাড়ির সামনে আসে। এসময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালজ করে এবং ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে। তাদের ছোড়া ইটের আঘাতে ঘরের ভিতরে চলে আসে। এসময় স্ত্রী-সন্তান নিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এছাড়া ওই রাতে যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপি সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর বাড়ি এবং জেলা বিএনপির কার্যালয়ে চালানো হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানে হয়েছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here