চৌগাছায় শিা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

0
367

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার সদর কাস্টারের সহকারী শিা কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে শহরের প্রাথমিক শিা ভবনে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে উপজেলার সদর কাস্টারের শিকবৃন্দ। উপজেলা প্রধান শিক সমিতির সভাপতি ও পশ্চিম স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিা অফিসার সঞ্জয় ঘোষাল। উপজেলা সহকারী প্রাথমিক শিক সমিতির সহ-সভাপতি শামীম আক্তার লিখন ও সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান সবুজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রধান শিক সমিতির সাধারণ সম্পাদক চৌগাছা মডেল সপ্রাবির প্রধান শিক নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক সমিতির সভাপতি কয়ারপাড়া সপ্রাবির প্রধান শিক নূর-ই-আলম মুক্তি, সাধারণ সম্পাদক মাধবপুর উত্তরপাড়া সপ্রাবির প্রধান শিক এবিএম শাহীন মাহবুব, সহকারী প্রাথমিক শিক সমিতির সভাপতি ওহিদুল ইসলাম, খড়িঞ্চা সপ্রাবির প্রধান শিক জয়নাল আবেদীন, ইছাপুর সপ্রাবির প্রধান শিক জাহাঙ্গীর আলম, কংশারীপুর সপ্রাবির প্রধান শিক আশিকুর রহমান, মাঠচাকলা সপ্রাবির প্রধান শিক আব্দুর রউফ, স্বরূপদহা সপ্রাবির সহকারী শিক মাসুমা খাতুন প্রমুখ। সম্প্রতি সহকারী শিা কর্মকর্তা গোলাম কিবরিয়াকে যশোর সদর উপজেলায় বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here