সকল প্রস্তুতি সম্পন্ন পাইকগাছার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন কাল : দুই প্রার্থীই জয়ের আশাবাদী

0
340

জি,এ, গফুর, পাইকগাছা ॥ পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন কাল। সকল প্রস্তুতি সম্পন্ন। শেষ মুহুর্তে দুই প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। পাইকগাছা উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। গত ১৭ জুলাই গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। যে পদে কাল নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু নৌকা ও উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭৯ টি কেন্দ্রে ২ লাখ, ১৯হাজার ৭১৬ জন ভোটার। নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, এমপি আকতারুজ্জামান বাবু’র দুরদর্শিতায় এ নির্বাচনে নৌকার পক্ষে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা/ কর্মীরা একত্রিত হয়ে আন্তরিক ভাবে কাজ করছে। অপরদিকে বিএনপি ও ছাত্রদলের সাবেক ও বর্তমান কিছুনেতা-কর্মীরা নির্বাচনী কাজ করছে। তবে থানা যুবদলের সভাপতি আমজাদ হোসেন গোলদারের মৃত্যুর পর বিএনপির নির্বাচনী কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। যে প্রভাব প্রতিটা নির্বাচনে পড়ছে। আ’লীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু জানান, নির্বাচনের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ বলেন, আমরা কৌশলে নির্বাচনী কাজ করছি। ভোটাররা ভোট প্রদানের সুযোগ পেলে আমরা জয় লাভ করব। উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্বাচন অবাধ, সুষ্টু করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here