মাগুরায় দুস্থ শিক্ষনার্থী কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

0
323

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শালিখায় দুস্থ শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পেশাভিত্তিক কম্পিউটার আইটি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে শালিখার বুনাগাতী বাজারের আবু জাফর মার্কেটের ২য় তলায় মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টারের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন। আশা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম, বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন লস্কর, সাংবাদিক দীপক চক্রবর্তী , সাংবাদিক দেবব্রত কুমার দে দেবু ও মাগুরা কম্পিউটারের পরিচালক মোঃ সোহাগ হোসেন প্রমুখ। আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ৬ মাসব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩০ জন করে দুই ব্যাচে ৬০ জন প্রশিক্ষনার্থী অংশ নেবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন সুরাইয়া আফরোজ, লামিয়া আক্তার ও কৃষ্ণপদ সরকার। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here